Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

১। প্রতি বছর ১০০০ জন পাট উৎপাদন চাষীর মাঝে প্রত্যায়িত পাটবীজ বিতরণ।

২। প্রতি বছর ২৫০ জন চাষীর মাঝে পাট বীজ উৎপাদন এর  জন্য ভিতি পাটবীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ।

৩। প্রতি বছর ১২৫০ জন চাষীর মধ্য হতে নির্বাচন করে ১০০ জন নির্বাচিত পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ প্রদান।

৪। পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে উৎপাদিত পাটবীজ শুকানোর জন্য ১৭১টি জুট ক্যানভাস সীট বিতরণ।

৫। প্রতিবছর প্রকল্পভূক্ত ২০ জন চাষীর মাঝে রিবন রেটিং মেশিন, কাঠের হাতুরী ও পলিথিন ও পলিথিন সীট বিতরণ।

৬। প্রকল্পভূক্ত চাষীদের মাঝে স্প্রে মেশিন বিতরণ।

৭। চাষীদের মাঝ  থেকে উৎপাদিত পাটবীজ ক্রয় করা।

৮। প্রতিবছর চাষীদের পাট উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষে পাট দিবস পালন ।

৯। পাট ও পাটবীজ উৎপাদন সম্পর্কিত বিভিন্ন পরামর্শ প্রদান ।